Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

লক্ষ্য(Vision) t

গ্রামীণ অবকাঠামো, জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান ইত্যাদি এর সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠির খাদ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করনের মাধ্যমে তাদের জীবনমান এর উন্নয়ন করা।

দায়িত্ব (Mission) t

        গ্রামীণ অবকাঠামো যেমন কাচা রাস্তাঘাট নির্মাণ/পুনঃনির্মান/মেরামত করা ও সেতু/কালভার্ট (১২ মিঃ দৈর্ঘ্য পর্যমত্ম) নির্মান এবং বিভিন্ন জনকল্যানমুলক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নত করা।

        কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), টেষ্ট রিলিফ (টি.আর), অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী, ভিজিএফ ইত্যদি প্রকল্পের মাধ্যমে দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠির খাদ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

        প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খয়রাতি টাকা ও চাউল বিতরণ করা।

        গৃহ নির্মাণ মজুরীর টাকা প্রদান ও ঢেউটিন বিতরণ করা, শীতার্ত জনগনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। তাছাড়া বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা ইত্যাদি।

সেবা সমূহঃ

      (ক) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প।

      (খ) কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (কাবিখা) প্রকল্প।

      (গ) বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রামীণ রাসত্মায় ছোট (১২ মিঃ দৈর্ঘ্য

           পর্যমত্ম) সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প।

      (ঘ) অতি  দরিদ্রের  জন্য  কর্মসংস্থান  কর্মসূচী  প্রকল্পের  মাধ্যমে  দরিদ্র

           জনগোষ্ঠির কর্মসংস্থান তৈরী করা।

      (ঙ) ভিজিএফ কর্মসূচীর আওতায় দুঃস্থ ও দরিদ্র জনসাধারনের খাদ্য

           নিরাপত্তা নিশ্চিত করা।